কলকাতায় ফের ধর্ষণের ঘটনা। জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ। পার্কস্ট্রিট থানায় সেনাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দাযের হতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই সেনাকর্মীকে। অভিযুক্তের নাম মুজিবর রহমান৷ অভিযুক্ত বীরভূমের বাসিন্দা৷
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতেই তিনি পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সঙ্গে এও জানা গিয়েছে, ওই ব্যক্তি অসমে ভারতীয় সেনায় কর্মরত। নির্যাতিতা জানিয়েছেন, কোনও একটি কারণে তাঁর স্বামী বর্তমানে সংশোধনাগারে বন্দি রয়েছেন
আর আইনের মারপ্যাঁচ দিয়ে জেলবন্দি স্বামীকে ছাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ধৃত সেনা জওয়ান৷ একইসঙ্গে ওই মহিলা এও জানান, নিজেকে ভারতীয় সেনার বড় আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। পরে তিনি মহিলার স্বামীকে জেলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিক জায়গায় ঘুরতেও নিয়ে যান বলে অভিযোগ। সেই প্রতিশ্রুতি দিয়েই ওই মহিলার সঙ্গে অভিযুক্ত সহবাস করেন বলে পুলিশের কাছে জানিয়েছেন গৃহবধূ ৷ এরপর তাঁকে পার্ক স্ট্রিটেও ধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্ট এলাকার যাবতীয় সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।