বিহারের স্পেশ্যল ইন্টেনসিভ রিভিশন নিয়ে অভিযোগ তৃণমূলের

Bihar-Election

বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বৃহস্পতিবারও সরব তৃণমূল। ইন্ডিয়া জোটের অন‍্যান‍্য দলগুলির পাশাপাশি ভোটার তালিকায় স্পেশ্যল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বড় অভিযোগ তুলেছে রাজ‍্যের শাসকদল। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম ছেঁটে ফেলা এবং সংখ‍্যাগত কারসাজির অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটার তালিকায় ভয়াবহ অসংগতির অভিযোগ তুলেছে তৃণমূল। বিহারে ভোটার তালিকায় স্পেশ্যল ইন্টেনসিভ রিভিশন চলাকালীন দু’টি গুরুতর বিষয়ের উল্লেখ‍্য করেছে শাসক দল।
এই দুটি হল, ২২ জুলাই, ‘খোঁজ মেলেনি’ এমন ভোটারের ছিল ১১,৪৮৪ জন। কিন্তু ২৩ জুলাই, মাত্র একদিনে সেই সংখ্যাটা আচমকাই বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ।
দ্বিতীয় ইস্যুটি হল, যখন ভোটার কভারেজ ছিল ৮৮.১৮ শতাংশ, তখন বাতিলের জন্য চিহ্নিত ভোটারের সংখ্যা ছিল ৩৫ লক্ষ। এখন কভারেজ বেড়ে ৯৮.০১ শতাংশ, কিন্তু সংখ্যাটা অদ্ভুতভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লক্ষে। অর্থাৎ, নতুন করে সমীক্ষা করা ৭৭.৬২ লক্ষ ভোটারের মধ্যে ২১ লক্ষ ভোটারকে বাতিলের জন্য চিহ্নিত করা হয়েছে।
এই দুই তথ‍্যের উল্লেখ‍্য করে তৃণমূলের তরফ থেকে তোলা হয়েছে বেশ কয়েকটি প্রশ্ন। যেমন জানতে চাওয়া হয়েছে, কারা এই ভোটার, যাঁদের তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে সে ব্যাপারে। পাশাপাশি এ প্রশ্নও তোলা হয়েছে, এই সংখ্যাগত কারসাজি রাতারাতি কীভাবে ঘটল তা নিয়এও। সঙ্গে যে প্রশ্নটা পাশাপাশি উঠে এসেছে তা হল, এইভাবে চুপিসারে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে কি না তা নিয়েও। এদিকে জাতীয় নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে এখনই স্বচ্ছতার সঙ্গে সরকারি ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। যখন চুপিসারে গণতন্ত্রের ভিত ধ্বংস করার চেষ্টা চলছে, তখন চুপ করে থাকা কোনও বিকল্প নয়, জানিয়েছে রাজ‍্যের শাসক দল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement