সংসদের বর্ষাকালীন অধিবেশন: বিহারে ভোটার তালিকা সংশোধন বন্ধের দাবি, সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ

Glimpses of the new Parliament Building, in New Delhi

নয়া দিল্লি: বৃহস্পতিবার সালওয়া বিধিরোগেও ভোটার তালিকার বিশেষ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। এদিন বিরোধী জোটও সংসদের বাইরে বিক্ষোভ করেছে। বিরোধী জোট ‘ভারত’-এর প্রায় সব দলের সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন। তারা এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীও এই প্রতিবাদে যোগ দেন।
বিক্ষোভের কারণে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। অধিবেশন শুরু হওয়ার পরেও হট্টগোল অব্যাহত থাকে। পরে, সংসদের উভয় কক্ষের অধিবেশন শুক্রবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।
এর পরে, লোকসভার স্পিকার বলেন, ‘এই কাজটি সভার মর্যাদা নষ্ট করছে।’ বিরোধী দল ভোটার তালিকার এসআইআর কাজ স্থগিত করার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করছে না।’ ইতিমধ্যে ভোটার তালিকা জরিপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। যদিও তৃণমূল এই প্রতিবাদে অংশ নিয়েছিল, তবুও তারা বাংলা এবং বাঙালিদের প্রসঙ্গ তুলেছিল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement