নিউটাউনে গৃহবধূ হত্যার পিছনে রয়েছে মৃতার একাধিক সম্পর্ক

IMG-20240928-WA0069

নিউটাউন: নিউটাউনের গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরের বধূ খুনের পিছনে রয়েছে একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সঙ্গে এও জানা গেছে, স্বামী বিশ্বজিৎ মণ্ডল দিল্লিতে কর্মরত থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন মৃতা। তাতেই অশান্তির সূত্রপাত। এরপর স্ত্রীর একাধিক সম্পর্কের কথা জানতে পারেন অভিযুক্ত। কিন্তু বহুবার স্ত্রীকে বুঝিয়েও ঘরমুখি করতে পারেননি বলেই খবর। পুলিশের দাবি, ধৃত জেরায় জানিয়েছে সেই কারণেই খুন। পুলিশ সূত্রে এ খবরও মিলেছে যে, পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছে, অন্য পুরুষের সঙ্গে স্ত্রী ইতিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখতে পেয়েছিলেন তিনি। এরপরে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলা হয়।এরপর সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউজ়ে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানান, তাঁর প্রচুর টাকার প্রয়োজন। মাসে মাসে তাঁকে ১০ হাজার করে টাকা দিতে হবে। নাহলে তাঁর যা ইচ্ছে তাই করবেন তিনি। এরপরই কথা কাটাকাটি শুরু হয়। তার মাঝেই স্ত্রীর গলায় বেল্ট গলায় পেঁচিয়ে ধরে বিশ্বজিৎ হুমকি দেওয়ার সময় আচমকাই বেল্টের ফাঁস লেগে যায়। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ইতিকার। এরপরই ১০০ নম্বরে ডায়ালে ফোন করে জানান বিশ্বজিৎ। এরপর তিনি নিজের মোবাইলে ভিডিয়ো করেন এবং সেখানে জানান কেন স্ত্রী ইতিকাকে খুন করেছেন তিনি।ঘটনার খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ খবর পেয়ে নিউটাউন গৌরাঙ্গ নগর সাহা মার্কেটের গেস্ট হাউজ়ে যায়। গেস্ট হাউজ়ের তিন তলার ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement