আর্থিক ফল প্রকাশ করল ইউকো ব্যাঙ্ক

640px-UCO-Bank_logo

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফল প্রকাশ করল ইউকো ব্যাঙ্ক। ব্যাঙ্কের মোট ব্যবসা ১৩.৫১ শতাংশ বেড়ে হয়েছে ৫,২৩,৭৩৬ কোটি টাকা। গ্রস ঋণ প্রদান ১৬.৪৮ শতাংশ বেড়ে হয়েছে ২,২৫,১০১ কোটি টাকা। মোট ডিপোজিট ১১.৩৭ শতাংশ বেড়ে হয়েছে ২৯৮৬৩৫ কোটি টাকা। ব্যাঙ্কের লাভ বেড়ে হয়েছে ৬০৭ কোটি টাকা। গত অর্থবর্ষে একই সময়কালে ব্যাঙ্কের মোট লাভ হয়েছিল ৫৫১ কোটি টাকা। বৃদ্ধির নিরিখে যা ১০.১৬ শতাংশ বেশি। ব্যাঙ্ক পরিচালন বাবদ মুনাফা ১৮.২৪ শতাংশ বেড়ে হয়েছে ১৫৬২ কোটি টাকা। রিটেল, কৃষি ও এমএসএমই ক্ষেত্রে ব্যাঙ্কের ঋণ প্রদান ২৩.৪৭ শতাংশ বেড়ে হয়েছে ১,২৫,৯২৭ কোটি টাকা। গ্রস এনপিএ ২.৬৩ শতাংশ কমে হয়েছে ৬৯ বিপিএস। নেট এনপিএ ০.৪৫ শতাংশ কমে হয়েছে ৩৩ বিপিএস। ক্রেডিট টু ডিপোজিট অনুপাত হল ৭৫.৩৮ শতাংশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement