কলকাতায় সিকিম পর্যটনকে তুলে ধরার উদ্যোগ

IMG-20250723-WA0109

কলকাতা: সিকিম সরকারের পর্যটন বিভাগ ও বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর যৌথ উদ্যোগে বুধবার কলকাতায় আয়োজিত হল ভারত-সিকিম ব্যবসায়িক বিনিয়োগ সংক্রান্ত এক আলোচনা। যেখানে অংশ নিয়েছিলেন সিকিম সরকারের বাণিজ্য ও শিল্প এবং পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শেরিং থেন্ডুপ ভুটিয়া, সিকিম সরকারের বাণিজ্য ও শিল্প বিভাগের অধিকারিক এম রবি কুমার, সিকিম সরকারের বাণিজ্য ও শিল্প বিভাগের পরিচালক টি টি ভুটিয়া এবং সিআইআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দত্ত।
এদিন আলোচনায় মিঃ ভুটিয়া জানান, সিকিমের কৃষি-ভিত্তিক এবং কুটির শিল্প পণ্য যেমন মশলা, প্রক্রিয়াজাত খাবার, তাঁত, দুগ্ধজাত পণ্য এবং ঐতিহ্যবাহী খাবারের জন্য টেকসই বাজার সংযোগ গড়ে তোলার উপর জোর দেন।
এদিন আলোচনায় সিআইআই সিকিম রাজ্য পরিষদের চেয়ারম্যান এবং জিওন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সোনি ভিরদি শিক্ষা, ভেষজ ঔষধ, জৈব পণ্য এবং বাঁশ-ভিত্তিক ক্ষুদ্র শিল্পের গন্তব্য হিসেবে সিকিমের পর্যটনের কথা তুলে ধরেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement