কুমারগ্রাম বনবস্তিতে বাজেয়াপ্ত ভুটানি মদ ও বিয়ার, গ্রেফতার ১

IMG-20250723-WA0096

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম বনবস্তিতে ভুটানের মদ ও বিয়ার পাচারের সময় মঙ্গলবার এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল আবগারি বিভাগ। ধৃতের নাম শেখর শর্মা। সে কুমারগ্রাম বনবস্তির বাসিন্দা। শেখর শর্মার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে এদিন তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। অভিযানে ৫৪ লিটার ভুটানি মদ ও ১০১.৪ লিটার ভুটানি বিয়ার এবং ৩টি পুরনো সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৩ জন ভুটান থেকে মদ ও বিয়ারের কার্টন সাইকেলে চাপিয়ে নিয়ে ভারতে আসছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি বিভাগের কর্মীরা অভিযান চালায়। সেসময় শেখর শর্মাকে গ্রেফতার করা হয়। বাকি দু’জন মদ ও বিয়ারের কার্টন বোঝাই দু’টি সাইকেল ফেলে পালিয়ে যায়। আবগারি বিভাগ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া মদ ও বিয়ারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement