শিলিগুড়ি: ডুয়ার্সের গাথিয়া নদীতে হড়পা বান। নিখোঁজ তিন শ্রমিক, ওই তিনজন শ্রমিক নদীর ধারে খুব সম্ভবত কোন কাজ শেষ করে বসে ছিলেন। সেই সময় পিছন থেকে নদীর তোর এসে ভাসিয়ে নিয়ে যায় তাদের। সেই সময় সন্ধ্যা হয়ে আসায় নদীর পাড়ে সেরকম কেউ ছিলেন না, ফলে উদ্ধার কার্যে অনেকটাই বিলম্ব হয়ে যায়। ওই তিন শ্রমিকের পরিবার দিশেহারা এবং হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাদের। গত কয়েকদিন ধরে ডুয়ার্সের নদী গুলির অবস্থা ভালো আকার ধারণ করছিল। আতঙ্কে নদীর পাড়ে কেউ যাচ্ছিলেন না। কাল ওই তিন শ্রমিক খুব সম্ভবত কাজের শেষে ওইখানে ছুটে গিয়েছিলেন। আর সেই কারণে তাদের এই অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দল ধন্য হয়ে খুজছে তাদের। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাদের সন্ধান মেলেনি। জানা গিয়েছে, গাটিয়া নদীতে আটকে পড়া তিনজন শ্রমিক তারা বিহারের বাসিন্দা। তারা তিনজনেই একই কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা নদীর এপার থেকে ওপার কেবল পারাপার করার সময় নদীতে জল কম ছিল। তবে হঠাৎ আজমকায় কিছুক্ষণের মধ্যেই নদী ভরে যায়। মাঝ নদীতে পাথরে দাঁড়িয়ে হড়পা বান থেকে প্রাণে রক্ষা পায় তারা। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর জেসিবির সাহায্যে নদী থেকে তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রশাসন। এই গাঠিয়া নদী ভুটান পাহাড় থেকে ভারতে প্রবেশ করেছে। সম্ভবত ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে হঠাৎ নদীতে জল বাড়তে শুরু করে আর সেই সময় সেই জলে আটকে পড়ে তিনজন বিহারের শ্রমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদী পার্শ্ববর্তী এলাকায় ভিড় জমায় বহু মানুষ।