উইফা’র অবশিষ্ট অংশ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে

IMD-Bengal-Monsoon-Update-1-2025-07-21d73f51c2b5f260592b0f4b1180fa47

চিনের বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা র অবশিষ্ট অংশ ঘূর্ণাবর্ত রূপে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্ত থেকে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একইসঙ্গে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে পাঁচ থেকে ছয় জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আর শুক্রবার থেকে সোমবার ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, এমনটাই আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।
একইসঙ্গে আলিপুরের তরফ থেকে এও জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে। সেই কারণে মৎস্যজীবীদের বুধবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার মূলত মেঘলা আকাশ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে।
বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর।
এরপর শুক্রবার মূলত মেঘলা আকাশ। নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা হুগলি বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনি রবিবার উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পুরুলিয়া
এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে।
পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকে দু এক জেলাতে। আপাতত গরম বাড়বে। জলীয় বাষ্প থাকার কারণে বাড়বে অস্বস্তি।বুধবার এবং বৃহস্পতিবার একই ধরনের আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বৃষ্টি না হলে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডেও ভারী বৃষ্টি। শনিবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবারেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement