সপ্তর্ষি সিংহ
বেহালা থেকে বাইপাস, কাশিপুর থেকে টালিগঞ্জ। শহরের বিভিন্ন রাস্তার হাল খারাপ। টানা ভারী বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড়সড় ক্ষতির ছবি ধরা পড়েছে। সবথেকে অবস্থা খারাপ ডায়মন্ডহারবার রোডের একাংশের। জমা জল আর গর্ত বাঁচিয়ে কোনওরকমে চলছে অটো, বাস, ট্যাক্সি। একাংশ প্রাণ হাতে করে চলছে যাতায়াত। ট্রাফিক জ্যামের সঙ্গে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রী থেকে গাড়িচালক, সকলের। শহরের একাধিক জায়গা যেমন, বেহালা, পাটুলি, হাইল্যান্ড পার্ক সংলগ্ন এলাকায় রাস্তার অবস্থা বেশ খারাপ। বাঘাযতীন রেল ব্রিজের কাছে রাস্তার বেহাল দশা নিয়েও বহু অভিযোগ উঠেছে। এমনকি ইএম বাইপাস সংলগ্ন একটি ৭০ মিটারের রাস্তা এতটাই খারাপ হয়েছে যে গাড়িগুলিকে রীতিমতো চড়াই উৎরাই দিয়ে চলতে হচ্ছে। সেই কারণে ওই রাস্তায় প্রায় আধ কিলোমিটার দীর্ঘ ট্র্যাফিক জ্যাম তৈরি হয়।যাত্রীদের অভিযোগ, একটি রাস্তা পার হতে গিয়ে অনেক সময় ৩০-৪০ মিনিট পর্যন্ত সময় লাগছে। নাগরিকদের দাবি, শুধু অস্থায়ী সমাধান নয়, এবার দীর্ঘস্থায়ী পরিকল্পনা জরুরি। পুরসভার একাংশ অবশ্য স্বীকার করেছে, শহরের কিছু এলাকায় সমস্যা এখনও কিছুটা রয়েছে, যার ফলে জল জমে রাস্তা আরও দ্রুত ভেঙে পড়ছে। হাইল্যান্ড পার্কের আশেপাশের এলাকাতেও রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। শুধু কলকাতা নয়, শহরতলি মহেশতলা এবং বজবজের রাস্তাও দীর্ঘ দিন বেহাল বলে স্থানীয়দের অভিযোগ। কলকাতা ও মহেশতলার অন্যতম সংযোগকারী সড়ক জোত–শিবরামপুরের রাস্তার অবস্থাও বেহাল। এই বিষয়ে কলকাতার মেয়রের কথায়, ‘রাস্তার নীচে গঙ্গার নরম মাটি থাকায় বৃষ্টি হলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়।’ জানিয়েছেন, এখন টানা বৃষ্টি হচ্ছে। তাই রাস্তার কাজ করা যাচ্ছে না। একটানা দিন পাঁচেক রোদ পেলেই শহরের সব রাস্তা সারিয়ে দেবে পুরসভা।পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, যাতে রাস্তায় যান চলাচলে সমস্যা না হয় তাই পিচ দিয়ে প্রাথমিকভাবে গর্ত ভরাট করা হচ্ছে। তবে এটা সাময়িক সমাধান, আসল রি-সারফেসিং বা পুরো রাস্তা ঢালাইয়ের কাজ সাধারণত শীতকালের শুকনো আবহাওয়াতেই করা হয়ে থাকে। যদিও ৫০ নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলার সজল ঘোষের অভিযোগ, ‘রাস্তার সমস্যাকে গুরুত্ব না দেওয়ার জন্যই কয়েকদিনের বৃষ্টিতে এই হাল হয়েছে।এই রাজনৈতিক তরজায় প্রবীণ নাগরিকদের জন্য ভাঙাচোরা রাস্তার নরক যন্ত্রনা বিপজ্জনক হয়ে উঠেছে। এখন রাস্তার হাল কবে ফেরে সেই অপেক্ষায় শহরবাসী।