হাসপাতালে স্ট্যালিন 

pti02-24-2025-000047b-2025-02-b327e4db0a4d0bf9100aeb2d6ab29680

প্রাতর্ভ্রমণে বেরিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন দলের কর্মী-সমর্থকরা। তবে আপাতত মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা  স্থিতিশীল। বেশ কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement