বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে তাঁর ঘনিষ্ঠেরা ব্রিটেনে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক অন্তর্তদন্তে। ক্ষমতার অপব্যবহার করে হাসিনার ঘনিষ্ঠেরা ব্রিটেনে বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন বলে দাবি করা হচ্ছে।