প্যারিস: ফ্রান্সের ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি নিজ বাড়িতে বড় ধরনের চুরির শিকার হয়েছে। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে মার্শেইয়ের পূর্বাঞ্চলের কাসিস শহরে তার নিজ বাসায় চুরির ঘটনাটি ঘটে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চোরেরা ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ বেশ কয়েকটি ট্রফি ও পদক চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। মার্শেইয়ের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। খবরটি ফরাসি রেডিও আরটিএল প্রথম ব্রেক করে। আরটিএল নিউজ জানিয়েছে, বাড়ির বাগানে শব্দ শুনে কী হয়েছে দেখতে যান ৭০ বছর বয়সী প্লাতিনি। গিয়ে দেখেন, জানালার পাশে হুডি ও কালো পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। প্লাতিনি লোকটিকে ধরতে পারেননি। পালিয়ে যান।প্লাতিনি এরপর তাঁর বাসায় অনুপ্রবেশের আলামত দেখতে পান। বাগানের ভেতরে ছোট্ট একটি ঘরে কিছু ট্রফি ও পদক রেখেছিলেন প্লাতিনি। ট্রফি এবং পদক মিলিয়ে সেখান থেকে প্রায় ২০টি পুরস্কার নিয়ে গেছে চোর, জানিয়েছে আরটিএল নিউজ। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র এবং মার্শেইয়ের কৌঁসুলি অফিসও এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।