বুমরাহর থেকে অনেক পরামর্শ পেলেন রিচা

FB_IMG_1752917834521

শিলিগুড়ি: এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার বুমরাহ তার সঙ্গে শিলিগুড়ির রিচা ঘোষের ফটো প্রসঙ্গে রিচা ঘোষ নিজেই জানালেন আমার কাছে এক অসাধারণ মুহূর্ত। উল্লেখযোগ্য ভারতের মহিলা দলের হয়ে খেলতে রিচা এই মুহূর্তে ইংল্যান্ডে। আর সেখানেই তার দেখা হয়ে গেল বিশ্বের এক নম্বর বোলারের সাথে। কি পেলেন? রিচা জানালো পেলাম মূল্যবান বেশ কিছু পরামর্শ। যেটা আমার ভবিষ্যতে কাজে আসবে। সম্প্রতি বেশ নজর কারা পারফর্মেন্স এই মুহূর্তে শিলিগুড়ির রিচার। ব্যাটে বলে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। নিয়মিত খেলছেন, এবং রান করছেন। কি জানালেন? কি পরামর্শ দিলেন? বিশ্বের এক নম্বর বোলার, রিচা জানালো টেনশন না করে ব্যাটিং বোলিং এবং উইকেট কিপিং করতে। তবেই পারফরম্যান্স ভালো হবে, আর সব সময় মনে রাখতে হবে আমি ভারতীয় দলের জার্সি পরে ভারতের জন্য খেলছি। সবচেয়ে বড় কথা এটাই। এটাই অনেকটা মোটিভেশন যোগায় পাওনা যোগায় এবং প্রেরণা যোগায়। জানালেন এইভাবে খেলতে খেলতে হয়তো আমি একটা জায়গায় পৌঁছাব, তবে আমাকে ভালো খেলতে হবে। তবেই তো মানুষ আমাকে মনে রাখবে। জানালেন রিচা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement