বন্ধন ব্যাংক ত্রৈমাসিকে ১১ শতাংশ ব্যবসা বৃদ্ধি করল

IMG-20250718-WA0081

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাংক। শুক্রবার সাংবাদিক বৈঠকে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়ে ২.৮৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাঙ্কের খুচরো আমানতের পরিমাণ এখন মোট আমানতের প্রায় ৬৮%। প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পিছনে রয়েছে ব্যাঙ্কের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ। এই সময়ে ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে ৩৭২ কোটি টাকা। বর্তমানে বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫ টিতে ৬৩৫০-রও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.১৪ কোটিরও বেশি গ্রাহককে পরিসেবা প্রদান করছে। ব্যাঙ্কে কর্মরত কর্মচারীর সংখ্যা বর্তমানে প্রায় ৭২ হাজার।
এদিন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, ‘‘চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বন্ধন ব্যাঙ্ক বিগত ত্রৈমাসিকের তুলনায় ক্রমান্বয়ে উন্নত কর্মদক্ষতা প্রদর্শন করেছে। আমানতের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে এবং রিটেল ও হোলসেল ব্যাঙ্কিং-এ আমরা ধারাবাহিক গতি লক্ষ্য করেছি। যদিও বর্তমান পরিস্থিতিতে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবুও আমাদের কর্মদক্ষতাই আমাদের ব্যবসার স্থিতিশীলতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমান দিয়েছে। আমরা এখন বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা বৃদ্ধির উপর প্রাধান্য দিচ্ছি এবং আমাদের গ্রাহক ও স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা সৃষ্টির উপর বিশেষভাবে মনোনিবেশ করছি।’’
উল্লেখ করেন,ব্যাঙ্ক এই মুহূর্তে ডিজিটাল ব্যাঙ্কিং-এর অগ্রগতিকে খুবই প্রাধান্য দিচ্ছে , যাতে কার্যকারিতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং গ্রাহকদের ব্যাঙ্কিং অভিজ্ঞতা আরও উন্নত হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement