শিলিগুড়ির হকার্স কর্নারে অবৈধ নির্মাণ ভাঙছে শিলিগুড়ি পুরনিগম

siliguri

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে হকার্স কর্নার সংলগ্ন অন্যান্য অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো। আজ সকালে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে পুর আধিকারিকরা এসে হকার্স কর্নার সংলগ্ন এলাকা গুলির মধ্য অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করে দেয়। স্থানীয় মানুষ জানিয়েছেন কোনভাবে নোটিশ না দিয়ে এইভাবে অবৈধ নির্মাণ কি কারনে ভেঙে ফেলা হলো তার জবাব দিতে হবে পুরসভাকে। অন্যদিকে পুরো আধিকারিকরা জানিয়েছেন নির্দিষ্ট সময় নোটিশ দেওয়া হয়েছিল। কথা না শোনায় এই পদক্ষেপ নেওয়া হল। এদিন অবৈধ নির্মাণ ভাঙতে এসে রীতিমত বাধার মুখে পড়তে হয় পুরো আধিকারিকদের। এসেছিলেন পুরো আধিকারিক, পুলিশ বাহিনী এবং পুরকর্মীরা। বহু প্রতিরোধের পর অবশেষে ভেঙে দেওয়া হয় হকার্স কর্নার সংলগ্ন অবৈধ নির্মাণ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement