একুশে জুলাই উপলক্ষে বাইক রেলি শিলিগুড়িতে

IMG-20250718-WA0084

বিশাল বাইক র‍্যালি আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বলা যায় যুব কংগ্রেসের তরফ থেকে। নেত্রী পাপিয়া ঘোষ জানালেন এবারের একুশে জুলাইয়ে রেকর্ড ভিড় হবে। মানুষের সমাগম এত হবে যে বিরোধীরা চমকে যাবে। তাদের তো টিভির পর্দায় মুখ দেখানো আর সমালোচনা করা ছাড়া অন্য কোন কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন আলাদা ম্যাজিক। তিনি জানেন কোথা থেকে কিভাবে কি বার করতে হয়। সারা বাংলা তিনি চালাচ্ছেন, আজকে বাঙালিরা ভারতের অন্যান্য রাজ্যে এভাবে অপমানিত ও অসম্মানিত হচ্ছেন এর বিরুদ্ধে একজনই গর্জে উঠেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি অন্যায়কে কোনদিন প্রশ্রয় দেননি দিতে জানেন না এবং দিতে শেখেননি। সমস্যা এখানে অনেকেই ওনাকে বুঝতে পারেননি। আমাদের মতন সাধারণ কর্মীরা উনাকে মেনে চলি। একুশে জুলাই আসতে আর বেশি দেরি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে মানুষের কাছে কাজ করতে ভালোবাসেন। তাই তার একটি মাত্র কথায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন। এবারে একুশে জুলাই একটা আলাদা মাত্রা দেবে। আর বিরোধীরা অপেক্ষা করুন , আর শুধু দেখুন মুখ্যমন্ত্রী কি করতে পারেন। বাকিটা সময় পড়বে। এ দিনের বাইক র‍্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল যুব পুরুষ এবং মহিলা নেতৃত্ব।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement