শিলিগুড়ি: শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান আরশোলা ফ্লাক্স এর নিচে। আজকে সকালে শিলিগুড়ির সেবক রোডে বেশ কয়েকটি খাবারের দোকানে অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসারেরা। দোকানের কাগজপত্র ছাড়াও দোকানের গুণমান পরীক্ষা করেন তারা। বেশ কয়েকটি দোকানের ভিতরে গিয়ে এখানে রান্না হচ্ছ , এবং রাখবার জিনিসগুলি। পরীক্ষা করে দেখেন তারা। তারপরে চাঞ্চল্য ছড়ায় যখন একটি চায়ের দোকানে গিয়ে ফ্লাক্স এর পিছনে ছোট ছোট আরশোলা দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে দোকানটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তারা। এছাড়াও বেশ কয়েকটি দোকানে খাবারের গুণমান নিয়ে প্রচন্ড সন্দেহ আছে খাদ্য দপ্তর এর কর্তাদের। তারা এরপর অভিযান চালান রাস্তার দোকানগুলির উপরেও। সেবক রোডে রাস্তার উপর প্রচুর দোকান আছে প্রত্যেকটি দোকান আলাদা আলাদাভাবে পরীক্ষা করবেন তারা। জানা গেছে এরমধ্যে আরেকবার এসে অভিযান চালাবেন তারা। তবে আজকে ফ্লাক্স এর মধ্য আরশোলা পাওয়ায়, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সেবক রোডে।