নববারাকপুর: একুশে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সকালে নববারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্থানীয় সোদপুর রোডে এপিসি কলেজের গেটের সামনে হল প্রস্তুতি পথসভা। সভায় বক্তব্য রাখেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, দমদম বারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বানিব্রত চক্রবর্তী, নববারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা পুর প্রতিনিধি মনোজ সরকার, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পুর প্রতিনিধি সুমন দে,ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক সুমন দে, পুর প্রতিনিধি দেবাশিস মিত্র,জেলা তৃণমূল ছাত্র নেতা সুমিত বোস সহ ছাত্র যুব কর্মীরা। লড়াকু তৃণমূল যুব নেতা সুমন দে জানান অমর একুশে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ সফল করতে নববারাকপুর শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে চলছে পথসভা, কর্মীসভা, মিছিল এবং দেওয়াল লিখন। তৃনমূল কর্মীদের ব্যপক উদ্দীপনা রয়েছে সভা এবং মিছিলে। নববারাকপুর শহর থেকে ঐতিহাসিক সমাবেশে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে জমায়েত হবে ঐদিন।