দিনহাটা: আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টের নোটিশ পাওয়া দিনহাটার সীমান্ত গ্রামের উত্তম ব্রজবাসীকে নিয়ে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে তৃণমূল। দিনহাটার উত্তমকে ট্রাইবুনাল কোর্ট থেকে নোটিশ পাঠানোর পরেই বিষয়টি প্রকাশ্যে আসতেই তার পাশে দাঁড়ায় তৃণমূল। এবার আগামী ২১ জুলাই শহীদ সমাবেশে অংশ নিতে কলকাতায় যাচ্ছে উত্তম ব্রজবাসী। ১৯ জুলাই বামনহাট থেকে তৃণমূলের নেতা কর্মীদের সাথে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতায় যাবে। এদিকে আসামের ফরেনার্স ট্রাইবুনাল কোর্টে কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ চলে গিয়েছে ১৫ই জুলাই। তৃণমুল পাশে থাকলেও এখনও চিন্তায় রয়েছে পরিবার। শহীদ সমাবেশের মঞ্চেও উত্তম উঠতে পারে বলে মনে করছেন অনেকেই। এরই মধ্যে বৃহস্পতিবার উত্তম বলেন,”কাগজপত্র জমা করতে আসামে আর যাব না। তৃণমূলের নেতারা একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশে যেতে বলেছে। সেখানে যাব এবং দিদির সাথে দেখা করব। দিদি যা বলবেন সেভাবেই পরবর্তী সিদ্ধান্ত নেব।” চলতি বছরের জানুয়ারি মাসে দিনহাটা দুই ব্লকের সীমান্ত গ্রাম চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার উত্তম ব্রজবাসীর কাছে অসম ট্রাইবুনাল আইনে এনআরসির চিঠি পৌঁছায়। তারপরেই উত্তম আসামের আদালতে হাজিরা দেন।উত্তমের স্ত্রী মামনি ব্রজবাসী বলেন,”গত জানুয়ারি মাসে নোটিশ আসে। নোটিসে কি লেখা প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে জানতে পারি এটা এনআরসির নোটিশ।তারপর থেকে খুব চিন্তায় রয়েছি। ১৫ জুলাই কাগজপত্র জমা করার শেষ দিন ছিল। তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহ পর্যন্ত সব রকম সহযোগিতা করছে।তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, চৌধুরীহাট অঞ্চল তৃণমূল নেতা বাবলু বর্মণ সহ সকলেই প্রতিমুহূর্তে খোঁজখবর নেয়। কোনরকম ভয় নেই বলে তারা আশ্বস্ত করেছে। কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক একটা থাকছেই।”এদিকে উত্তমের দিদি জানান, ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি এখানেই। অথচ ভাইয়ের নামে এভাবে নোটিশ পাঠানোয় কয়েক দিন ধরে খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। নানা রকম দুশ্চিন্তায় ভুগছে। কেন ভাই কে এভাবে নোটিশ পাঠালো নাকি একটি চক্রান্ত সেটাই বুঝে উঠতে পারছি না। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতায় ভিন রাজ্যে বাঙ্গালীদের হেনস্তা নিয়ে মিছিল করে চ্যালেঞ্জ ছুড়ে দেন। ওই মিছিলেই মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে উত্তমের পাশাপাশি ভিন রাজ্যে বাঙ্গালীদের হেনস্তার বিষয়।তৃণমূল নেতা বাবলু বর্মন বলেন, বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে বিজেপি ততই বাঙালি বিদ্বেষী হয়ে উঠছে। কারণ বিজেপি বুঝে গিয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কোনদিন তারা ক্ষমতায় আসতে পারবে না।তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন,” বাঙালিদের হেনস্তা করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত শুরু করেছে। তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। দিনহাটার বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ উত্তমের সাথে দেখা করে তার পাশে থাকার বার্তা দিয়েছেন। ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতে গিয়ে বাঙালি হেনস্তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে আন্দোলনের ডাক দিয়েছে সে আন্দোলনকে আমরা ছড়িয়ে দেব।”বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূল বুঝে গিয়েছে ২৬ এই বিদায় ঘন্টা শুধু সময়ের অপেক্ষা। তাই উত্তমকে নিয়ে ভোট রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ যথাসময়ে এদের উত্তর দেবে।উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,”ভয় বা আতঙ্কের কোন কারণ নেই। আমরা উত্তমের পাশে রয়েছি। তাকে সব রকম ভাবে সহযোগিতা করা হবে।