অবাক ঘটনা ধুপগুড়িতে, কুমারী মেয়ে জন্ম দিলো সন্তানের

WhatsApp-Image-2023-09-26-at-15.04.43

শিলিগুড়ি: ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় এক অবিবাহিত কুমারী যুবতী। চিকিৎসকরা প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার পর বুঝতে পারেন যে, মেয়েটি গর্ভবতী। এরপর দ্রুত তাকে হাসপাতালের(লেবার রুমে) স্থানান্তরিত করা হয়।কিছুক্ষনের মধ্যেই ওই যুবতী একটি কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এবং খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে।জানা যায় ভোর প্রায় ৪টা ৩০ মিনিট নাগাদ গয়েরকাটা এলাকা থেকে ওই যুবতীকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বাড়ির মালিক। বাড়ির মালিক ও যুবতী দুজনে হাসপাতালে ডাক্তারদের কাছে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। সন্তান প্রসবের পর যুবতীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে, তাঁকে ও তাঁর নবজাতক কন্যাকে দ্রুত জলপাইগুড়ির ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’-এ রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। এদিকে শিশুটির পিতৃপরিচয় এখনো অজানা। বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কে এই নবজাতকের বাবা, কীভাবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল—তা জানতেই এখন অপেক্ষা করছে গোটা শহর।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement