মালদা: গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করল মালদার মানিকচকের জোতপাট্টা এলাকায়। গত কয়েক দিন ধরে ভাঙন চললেও, সেই ভাঙন রোধে প্রশাসনিক কোন তৎপরতা দেখতে না ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসীন্দারা।গত কয়েক দিন ধরেই মালদায় থেকে থেকে বর্ষার বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায়। যার জেরে গত কয়েক দিন ধরেই মালদার মানিকচকে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে। আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন। ভাঙন চলছে মানিকচকের জোতপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুরে। যা নিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন জোতপাট্টা এলাকার বাসীন্দারা। তাদের বক্তব্য, গত কয়েক বছর ধরেই তাদের এলাকায় গঙ্গা আগ্রাসী থাবা বসিয়ে আসছে। ইতিমধ্যে গঙ্গার আগ্রাসী ভাঙনে একাধিক জনপদ তলিয়ে গেছে গঙ্গাগর্ভে। বর্তমানে জোতপাট্টা এলাকায় নদীবাঁধ থেকে প্রায় ৫০ মিটার দূর দিয়েই বয়ে চলেছে ভয়ংকরী গঙ্গা। নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীভাঙন। তবে মঙ্গলবার সকাল থেকে, ভাঙন অনেকটাই তীব্রতর হয়েছে। যা দেখে আতঙ্কে তাদের বুক কেঁপে উঠছে। নতুন করে ঘরবাড়ি, ভিটেমাটি হারানোর আশঙ্কা করছেন। তাই তারা প্রশাসন এগিয়ে এসে ভাঙন রোধে দ্রুত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।