জলপাইগুড়ি: জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের জগন্নাথ কলোনি এলাকায় এক দম্পতির রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার হয় স্বামী সন্তোষ বর্মনের (৫৫) ঝুলন্ত দেহ এবং ঘরের বিছানায় পড়ে ছিল স্ত্রী নীলা বর্মনের (৫০) নিথর দেহ। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রতিবেশীরা জানিয়েছেন কোন সমস্যা ছিল না তাদের মধ্য কি কারনে তারা এই সিদ্ধান্ত নিল এটাই বুঝতে পারছেন না এলাকার মানুষ। আগে তাদের অবস্থা একেবারেই ভালো ছিল না। তবে ইদানিং তারা একটু ঘুরে দাঁড়িয়েছিল আর্থিক দিক থেকে। তারপরেও এই ঘটনা ঘটে যাওয়ায়, অবাক এলাকার মানুষ। নিতান্তই মিশুকে এবং ভালো ব্যবহারের মানুষ ছিলেন তারা। কোনদিনও তাদের ঝামেলা মধ্যে পড়তে দেখা যায়নি, এখন এই মৃত্যুর কারণ অন্য কিছু কিনা এটা খতিয়ে দেখছে পুলিশ।