মালদা: মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও ব্যাঙ্ক অফ বরোদার যৌথ উদ্যোগে মূলত ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে মহিলা উদ্যোগপতিদের ব্যবসার ক্ষেত্রে স্বাবলম্বী করার লক্ষ্যে বিজনেস মিটের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের রথবাড়ি অফিসের প্রেক্ষাগৃহে ব্যবসায়ীদের কে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষে উপস্থিত ছিলেন, গোবিন্দ বিশ্বাস ডেপুটি জেনারেল ম্যানেজার, অরিজিত ব্যানার্জি, কর্পোরেট বিজনেস ম্যানেজমেন্ট, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি ও অসিত সাহা। এই আলোচনা সভায় ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারি ব্যাংকগুলোর ঋণ নেওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা তুলে ধরেন। ব্যাংকের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়। এদিন ব্যাংকের পক্ষ থেকে একজন মহিলা সহ দুজন ব্যবসায়ীর হাতে ঋনের চেক তুলে দেন।