বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

pro (1)

দিনহাটা: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির ৬ মন্ডল সভাপতি তপন বর্মন। এদিন দিনহাটার নাজিরহাটে দলীয় কার্যালয়ে এক সভায় তপন বর্মনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। বিজেপি দলের বক্তব্য, আগামী ২৬ এর বিধানসভার ভোট খুব বেশি দেরি নেই। আগামী নির্বাচনে হার নিশ্চিত এটা বুঝতে পেরেই বিজেপির নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখিয়ে তৃণমূলে শামিল করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা দুই নম্বর ব্লকের নাজিরহাট, শালমারা এলাকায় বিজেপির শক্তিশালী এলাকা বলে পরিচিত। নেতৃত্বে ছিলেন তপন বর্মন ও এক সময়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য তরণীকান্ত বর্মন। দিন কয়েক আগে নাজিরহাট বাজারে রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী- সমর্থকরা। সেখানে অন্যতম প্রধান নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তপন বর্মন এমনটাই অভিযোগ। যিনি এলাকায় হিন্দু ডন নামে পরিচিত। এই ঘটনার দিন কয়েক যেতে না যেতেই বিজেপি নেতা তপন বর্মনের বিজেপি ত্যাগ বিস্ময় প্রকাশ করেছেন দিনহাটার রাজনৈতিক মহল। এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে তপন বর্মন বলেন, বিজেপি দল কেবলমাত্র মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি কায়েম করে চলেছে। প্রকৃতপক্ষে রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাইতো উন্নয়নের স্বার্থে তৃণমূলে শামিল হলাম। তৃণমূল নেতা দীপক কুমার ভট্টাচার্য বলেন, রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপি মানুষের মধ্যে বিভেদের রাজনীতি কায়েম করে চলেছে। তাইতো উন্নয়নের স্বার্থে বিজেপি দল থেকে প্রতিদিন দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এদিন বিজেপির দিনহাটা ৬ নং মন্ডল সভাপতি তপন বর্মন দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এখন থেকে তিনি তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, সামনে বিধানসভা ভোটে তৃণমূলের হার নিশ্চিত। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নানা দুর্নীতির সঙ্গে জড়িত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। তাইতো ভোটের দিকে তাকিয়ে বিজেপি নেতা-কর্মীদের ভয়-ভীতি এবং প্রলোভন দেখিয়ে তাদের নিজেদের দলে শামিল করছে তৃণমূল কংগ্রেস। তপন বর্মনকেউ ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করিয়েছে। এভাবে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল জিততে পারবে না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement