লন্ডন: খেলতে নামলে প্রায় প্রতি ম্যাচেই রেকর্ড গড়ছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের মাটিতে আরও এক কীর্তি গড়েছে সে। তবে এবার ব্যাটার বৈভব নয়, নজির গড়েছে বোলার বৈভব। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছে বৈভব। বেকেনহামের মাঠে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখের উইকেট নিয়েছে বৈভব। বাঁহাতি স্পিন করে বৈভব। তার ফুলটসে বড় শট খেলার চেষ্টা করেন হামজা। কিন্তু ব্যাটে-বলে হয়নি। লং অফে ক্যাচ ধরেন হেনিল পটেল। পরে টমান রিউকেও আউট করে বৈভব। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নিয়েছে ১৪ বছরের বৈভব। বিহারের ছেলের বয়স এখন ১৪ বছর ১০৭ দিন। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার রেকর্ড ছিল ঝাড়খণ্ডের মানিশির দখলে। ২০১৯ সালে ১৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিল সে। সেই রেকর্ড ভেঙেছে বৈভব। বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব। ১৯৯৪ সালে পাকিস্তানের মাহমুদ মালিক মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিল। সেটাই রেকর্ড। দ্বিতীয় স্থানেও পাকিস্তানের ক্রিকেটার। ২০০৩ সালে হিদায়াতুল্লা খান ১৩ বছর ২৫১ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েছিল।