মোথাবাড়ি: শ্বশুরবাড়িতে এক নাবালিকা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। নাবালিকা গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ির বাঙ্গীটোলা অঞ্চলে। মৃত গৃহবধূর নাম গীতা মন্ডল। বয়স ১৭ বছর। বাড়ি পঞ্চানন্দপুর এর হাজার দীঘি চেতুরুতলা গ্রামে। স্বামীর নাম ছোটু চৌধুরী।গত দশ মাস আগে প্রেম ভালোবাসা করে বাঙ্গীটোলা অঞ্চলের সকুল্লাপুরে ছোট্টু চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় । সোমবার শ্বশুরবাড়িতে গীতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতার শ্বশুরবাড়ি সহ বাপের বাড়ির লোকজনেরা আত্মহত্যা বলে জানিয়েছেন। যদিও তারা আত্মহত্যার সঠিক কোন কারণ জানাতে পারেন নি। মোথাবাড়ি থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে মহিলা তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। গ্রামবাসীদের অভিযোগ প্রেম করে বিয়ে করলেও সম্প্রতি স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল না। গ্রামবাসীদের সন্দেহ তাদের স্বামী-স্ত্রীর প্রেমে সম্প্রতি তৃতীয় কোন মহিলার প্রবেশ ঘটায় মেয়েটি আত্মহত্যা করল। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নাবালিকা বিবাহের কথা উঠে আসছে।মেয়ের বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক বছর আগে গোপনে তারা বয়স ভাড়িয়ে বিয়ে দিয়েছে। এই ধরনের নাবালিকা বালক ও বালিকা বিয়ের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মোথাবাড়ি বিধানসভা এলাকায়। পুলিশ প্রশাসন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।










