শিলিগুড়িতে চলছে অভিযান, তটস্থ খাবারের দোকান মালিকেরা

IMG-20250715-WA0051

শিলিগুড়ি: গতকাল শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান করা হয় শিলিগুড়ি বিভিন্ন খাবারের দোকানগুলিতে। যার ব্যাতিক্রম আজকেও হয়নি। শিলিগুড়ির বেশিরভাগ খাবারের দোকানে আজকে ভীড় ছিল একেবারে কম। খাবারের দোকান এর মালিকেরা জানিয়েছেন একজনের জন্য আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। আমরা তো খাবার অপরিচ্ছন্ন দিই না, কিন্তু তাও আমাদের বিক্রি কমে গেছে অস্বাভাবিকভাবে। আবার কবে দোকান ভালোভাবে চলবে বুঝতে পারছি না আমরা। সত্যি সত্যি শিলিগুড়িতে পরপর দু দুটো ঘটনা ঘটে যাওয়ার পর , বাজারে বাইরের খাবারের জিনিস এর দাম অনেক কমে গেছে। আবার বিক্রিও নেই। ক্রেতারা জানিয়েছেন যেভাবে পরপর দুটো ঘটনা ঘটে গেল তারপরে ভালোভাবে বাইরে খাবো এই চিন্তা মাথা থেকে একেবারে চলে গেছে। আর বিক্রেতারা জানাচ্ছেন আমাদের আর কিছু বলার নেই। এই বাজার উঠতে ঠিক আর কতদিন লাগবে সেটা আমরা কেউই বলতে পারবোনা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement