ভেটাগুড়িতে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল করল তৃণমূল

pro (1)

দিনহাটা: একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশকে সফল করে তুলতে প্রস্তুতি নিয়ে মিছিল করল তৃণমূল। পাশাপাশি এনআরসির বিরোধিতা করেও এদিন মিছিলে সরব হয় তৃণমূল কর্মী সমর্থকরা। দিনহাটা ১ ব্লকের ভেটাগুড়িতে সোমবার সন্ধ্যায় এনআরসির বিরোধিতার পাশাপাশি অন্যদিকে একুশে জুলাই শহীদ সমাবেশকে সফল করে তুলতে মিছিল হয়। এদিন দলের অঞ্চল কার্যালয় থেকে বের হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন দলের দিনহাটা এক বি ব্লক সভাপতি অনন্ত বর্মণ, গ্রাম পঞ্চায়েত প্রধান চুমকি মহন্ত, ধীরেন্দ্রনাথ বর্মণ, কৃষ্ণ রায় মণ্ডল, বিদার রহমান সহ অন্যান্য নেতৃত্ব। দলের অঞ্চল কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমার পর চৌপথিতে পথসভা হয়। সেখানে বক্তব্য রাখেন ব্লক সভাপতি অনন্ত বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান চুমকি মহন্তর সহ অন্যান্য নেতৃত্ব। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসির প্রসঙ্গে উঠে আসে দিনহাটার সীমান্ত গ্রামের উত্তম ব্রজবাসীর নাম। দিনহাটার উত্তম ব্রজবাসী যিনি কোনোদিন কোচবিহারের বাইরে যাননি অথচ তার কাছে অবৈধভাবে এদেশে প্রবেশের অভিযোগ তুলে কাগজপত্র দেখানোর নির্দেশ দিয়েছে আসাম ট্রাইবুনাল ফরেনার্স কোর্ট। অন্যায় ভাবে তাকে হেনস্তার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে। কোনভাবেই এনআরসি মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement