প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ইমতাজুল আরফিন (২৪) বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা। খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে স্পিডবোটে করে নিখোঁজের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। গতকাল চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন। নিম্নচাপের জেরে সুন্দরবনের উপকূল এলাকায় টানা বৃষ্টি চলছে। জলস্তর বেড়ে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। গতকাল সকাল ১১:৩০ টা নাগাদ জোয়ার চলাকালীন সমুদ্রে নেমে স্নান করার সময় আচমকা উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় ইমতাজুল। এরপর থেকেই চলছে খোঁজাখুঁজি।










