কুলতলী বিধানসভার অধিনস্ত জয়নগর দুই নম্বর ব্লকের চুপড়িঝাড়া অঞ্চলের ঘটিহারানিয়া বাজারে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই এর প্রস্তুতি ও যোগদান সভা। এই সভায় একাধিক রাজনৈতিক দল থেকে দেড় হাজারের অধিক মানুষজন যোগদান করেন এমনই জানান ক্যানিং পূর্বের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সওকত মোল্লা। এস ইউ সি আই সিপিআইএম এবং ভারতীয় জনতা পার্টি থেকে দেড় হাজার মানুষজন আজ তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় মঞ্চে যোগদান করেন। যোগদান করেন এমনই জানান পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সরকার মোল্লা। যোগদান সভায় যেখানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল আগামী একুশে জুলাই কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই যোগদান সভার আয়োজন করেন চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। সিপিআইএম চুপড়িঝাড়া অঞ্চল কনভেনার আনিস গায়েন, অমর হালদার, এসইউসিআই কমিউনিস্ট দলের চুপড়িঝাড়া আঞ্চলিক নেতৃত্ব দয়াল প্রধান, ভারতীয় জনতা পার্টি ভুবনখালী থেকে ফটিক মিস্ত্রী যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এছাড়া কংগ্রেসের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের এই যোগদান সভা। কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।