শিলিগুড়ির বর্ধমান রোডে সাফাই অভিযান

IMG-20250714-WA0087

শিলিগুড়ি: কিছুদিন বিরতি থাকার পরে আজকে শিলিগুড়ি পুরসভা আবার নেমে পড়েছে সাফাই অভিযানে। পুরনো সবার তরফ থেকে জানানো হয়েছে নিয়ম মেনে করা হচ্ছে এই সাফাই অভিযান, শিলিগুড়ি পুরসভার তরফ থেকে এদিন সাফাই অভিযান তদারকি করতে এসেছিলেন শিলিগুড়ি পুরসভার আধিকারিক এবং কর্মীরা। মূলত রাস্তার দোকানগুলি এবং আশেপাশের কিছু দোকান যেগুলি দোকানে ছাড়াও রাস্তার উপরে জিনিস রেখে বিক্রি করতো তাদের ওপরই লক্ষ্য রাখতে শিলিগুড়ি পুরসভা। এদিন অবশ্য দোকান ভাঙতে শুরু করে দিলেও নির্ধারিত সময়ে নোটিশ দিয়েছিল পুরসভা। দোকান ভাঙতে শুরু করে যাওয়ার পরে, এদিন ছুটে আসেন প্রতিটি দোকানের মালিক এবং তাদের পরিবার-পরিজনেরা। তাদের বক্তব্য ছিল পুজোর আগে পুরসভা এই ধরনের পদক্ষেপ নিল , তাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। অবশ্য তাদের এই যুক্তি মানতে নারাজ শিলিগুড়ি পুরসভা। তারা জানিয়েছেন বারবার বলা হলেও তাতে কান দেন নি এই দোকানদারেরা। তাই তাদের এই অবস্থা হয়ে গেল। এর জন্য তারাই দায়ী। এদিন অনেক দোকানদারেরই পরিবারের লোকজন রীতিমতো কাঁদতে হাত পা ধরেন হাত পা ধরেন পুরসভার অধিকারীদের। কান্দেন কান দেন নি তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement