শিলিগুড়ি: আজ সকালে উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপি নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। আজ তিনি সকালে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছানো মাত্রই তাকে অভ্যর্থনা জানালেন বিজেপির নেতা এবং কর্মীরা। বিমানবন্দরের শমিক ভট্টাচার্যকে অভ্যর্থনা জানালেন বিজেপির নেতা নান্টু পাল এবং রাজু সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শমিক ভট্টাচার্য জানালেন তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বেজে গেছে এখন। দুর্নীতিতে ভরে গেছে গোটা দল, মানুষকে বোকা বানিয়ে চলছে তৃণমূল সরকার। কিন্তু জনগণ এটা একেবারে মাথা পেতে নেবে না, তৃণমূলের মুখোশ খুলে দেবে। মুখ্যমন্ত্রী একের পর এক কেলেঙ্কারি করে চলেছেন, আর সেটাকে ঢাকতে আরেকটা কেলেঙ্কারি শুরু করেছেন। এবার মানুষ বুঝতে পেরে গেছেন, তৃণমূলের বিদায় এর সময় এসে গেছে। তাই আমরা আর বসে থাকবো না। উত্তরবঙ্গের বিজেপির কর্মীদের আমি একটাই কথা বলব, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এবার বাংলা আমাদের হবে।