শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি রেশমি এক্কা

IMG-20250714-WA0088

শিলিগুড়ি: তার প্রচন্ড প্রিয় চাষের কাজ করা, তাই তিনি শত ব্যস্ততার মাঝেও চাষবাসের মন দেন, সময় পেলেই নেমে পড়েন চাষের কাজে। এরকমই মানুষ শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি রেশমি এক্কা। তিনি জানালেন আমি এখন যাই হোক না কেন নিজের অতীতকে কখনো ভুলে যেতে চাই না। আমি যে জায়গায় ছিলাম এ জাগাতে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। রেশমি একার এই ছবি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারেন এই মহিলা, তার কাজ ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। তিনি জানান এতে আমার কোন কৃতিত্ব নেই আমি এই কাজটা করতে ভালোবাসি , এবং সময় পেলেই এই কাজ আমি করব। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, তার কথা আমার কাছে বেদে বাক্য। রেশমি এককা আরো জানালেন ভবিষ্যতে আমি এইভাবে চলতে চাই। রাজনীতিও করবো, আবার চাষবাদ করব কারণ এটা আমার ঘরের কাজ। আর এটাই আমার অনুভূতি জানালেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement