আদি কবি ভানুভক্ত আচার্য র ২১১তম জন্মজয়ন্তী উদ্যাপন শিলিগুড়ি পুরোনিগমে

IMG-20250714-WA0095

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আদি কবি ভানুভক্ত আচার্য র ২১১তম জন্মজয়ন্তী উদ্‌যাপন শিলিগুড়ি পুরোনিগম এর পক্ষ থেকে। আজকে শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস এ মেয়র গৌতম দেব জানান নেপালি দের কাছে কবি ভানু ভক্তর অবদান অপরিহার্য। তিনি শুধুমাত্র কবি ছিলেন না, তিনি নেপালি দের জন্য নানাভাবে চিন্তা করে রেখেছিলেন। কিছুটা হলে তার জন্যই মানুষ চেনেন নেপালি দের। আজকে তার ২১১ তম জন্মজয়ন্তী, তার জন্য থাকলো অশেষ শুভেচ্ছা এবং শুভকামনা। তিনি শুধুমাত্র নেপালিদের কবি ছিলেন না, তিনি বাংলার জন্য অনেক অনেক অবদান রেখে গেছেন। আজকে মেয়র এর সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরোসভার কাউন্সিলর এবং এম এম আই সি রা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement