:শিলিগুড়ি: আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিভিন্ন এনআরসি নিয়ে নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে এক বিশাল মিছিল করলো তৃণমূল কংগ্রেস। আজ শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে তৃণমূল কংগ্রেসের এই বিশাল মিছিল বিকাল সাড়ে চারটের সময় শুরু হয়। উপস্থিত ছিলেন , মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ এবং শংকর মালাকার ছাড়াও তৃণমূল কংগ্রেসের এম এম আই সি এবং কাউন্সিলরেরা। মেয়র গৌতম দেব জানান বিজেপির কাজই হল মানুষকে বিভ্রান্ত করে, সৃষ্টি করে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। নির্বাচন আসছে, আর বিজেপি চালাকি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এটা বাংলা, বিজেপি হয়তো সেটা ভুলে গেছে। তাই বাংলার মানুষের ইচ্ছাকে কখনো মেরে দিতে পারবেনা বিজেপি। তাই আমাদের প্রতিবাদ মিছিল আজকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ঘুরবে। কারণ আমরা প্রতিবাদ করব, বিজেপির বিভিন্ন স্বজনপোষণ নীতির বিরুদ্ধে। যাদের কিছু নেই, তাদের বিরুদ্ধে বিজেপির এই অত্যাচার অন্যায় অত্যাচার। আর মানুষ কিছুতেই সেটাকে মেনে নেবে না। এই প্রতিবাদ সারা ভারতবর্ষে জুড়ে একদিন ছড়িয়ে পড়বে।