দিনহাটা: বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের ভেটাগুড়ি সংলগ্ন ওয়েলকাম এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গৌরব কর্মকার (৩৬)। মৃত ব্যক্তির বাড়ি দিনহাটা শহরের গোপালনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন বাইকে করে গৌরব কর্মকার নামে ওই যুবক কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। বাইক সহ ওই যুবক বাসের চাকার তলে চলে যান। প্রত্যক্ষদর্শীরা অনেকে জানান, ফজরে বাইক নিয়ে কুচবিহার দিকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক সহ গাড়ির নিচে ঢুকে পড়ে ওই যুবক। ঘটনাস্থলে এসে রক্তাক্ত হয়ে পড়ে।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।