অল্পের জন্য প্রাণে বাঁচল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার পরিবার

IMG-20250712-WA0061

বুয়েনস আইরেস: ২০২২-এ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফাইনালে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির পাস থেকে অসাধারণ গোল করেছিলেন। সেই নাহুয়েল মোলিনার শ্বশুরবাড়িতে ডাকাতির চেষ্টা। আর্জেন্টিনার বুয়োনেস আইরেসের বাড়িতে তাঁর শ্বশুরের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করে আটজন দুষ্কৃতি। আর্জেন্টিনার সাইডব্যাক বর্তমানে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন। দেশের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন। ২০২৪-র কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন তিনি। জানা যাচ্ছে, বুয়োনেস আইরেসের লানুসে তাঁর শ্বশুরবাড়িতে কালো মুখোশ পরে আটজন দুষ্কৃতি হামলা চালায়। সেই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে। পরে মোলিনার শ্বশুর ক্লদিও জানান যে, তারা ঘরে বসে টিভি দেখছিলেন। সেই সময় বাইরে চেঁচামেচি শুনতে পান। আচমকাই কালো পোশাক পরা কয়েকজন জোর করে ঘরে ঢুকে পড়ে। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে শোওয়ার ঘরে নিয়ে যায়। ক্রমাগত জিজ্ঞেস করতে থাকে, ঘরে টাকা কোথায় আছে। তবে মোলিনার পরিবারের সৌভাগ্য যে, সেই সময় পুলিশ তাঁদের বাঁচাতে এগিয়ে আসে। ভয় পেয়ে দুষ্কৃতিরা বাড়ির বাইরে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement