বিরাটী: ২১ শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ সফল করতে শুক্রবার সকালে উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস দেওয়াল লিখন ব্যস্ত। পুরসভার ২৫ নং ওয়ার্ডের মাঝেরহাটি এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখন চলছে। উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস জানান প্রতি বছরের মতো এবছর ও ঐতিহাসিক অমর ২১ শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ সফল করতে উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর দের তত্ত্বাবধানে চলছে নিজ নিজ ওয়ার্ডে দেওয়াল লিখন, কর্মীসভা, পথসভা এবং মিছিল। ইতিমধ্যেই ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তুতি কর্মীসভা সেরে ফেলেছেন নববারাকপুর এবং উত্তর দমদম পুরসভার সকল পুর প্রতিনিধি ও ওয়ার্ডের সভাপতিদের সাথে নিয়ে। কর্মীদের উজ্জীবিত করেছেন মন্ত্রী দ্বয়। দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে হাজার হাজার কর্মীরা সমাবেশে জমায়েত করবে।