দিনহাটা: গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি বাড়ি। বুধবার দিনহাটা ২ ব্লকের পূর্ব সাহেবগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম শ্যামল বর্মন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিনহাটা থেকে দমকল কর্মীরা সেখানে ছুটে যায়। দমকলের একটি ইঞ্জিনের মাধ্যমে কর্মীরা বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক ধারণা। জানা গিয়েছে, এদিন রাতে দিনহাটা দুই নম্বর ব্লকের পূর্ব সাহেবগঞ্জ এলাকার শ্যামল বর্মন নামে জনৈক ব্যক্তির বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। আশপাশের লোকজনের চিৎকারে শ্যামলবাবু ঘর থেকে বেরিয়ে আসেন। বাসিন্দারা আগুন নেভানোর জন্য চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মী এবং বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভষ্মিভূত হয়ে যায় ঘরের আলমারি, ড্রেসিং টেবিল সহ অন্যান্য আসবাবপত্র। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিয়ে তদন্তে নেমেছে দমকল কর্মীরা। তবে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।