নজরে ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুট

IMG-20250707-WA0144

ফ্লোরিডা: ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষ ধাপে এসে পৌঁছেছে। ৩২ দলের লড়াই এখন নেমে এসেছে ৪ দলে। এই চার দলের মধ্যে যেকোনো একটির হাতে উঠবে শিরোপা।তবে শিরোপা লড়াইয়ের পাশাপাশি হিসাব-নিকাশ হচ্ছে ব্যক্তিগত অর্জনেরও। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও আছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। টুর্নামেন্টে এখন বাকি আর মাত্র তিন ম্যাচ। এই তিন ম্যাচ দিয়ে কেউ কি এককভাবে শীর্ষে উঠবেন, নাকি এই পুরস্কার যৌথভাবে জিতবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। বিশ্বকাপে যতক্ষণ মাঠে ছিলেন, আলো ছড়িয়েছেন এই তরুণ। রিয়ালের হয়ে ৫ ম্যাচের প্রতিটিতে গোলে অবদান রেখেছেন গার্সিয়া। সব মিলিয়ে করেছেন ৪ গোল ও ১টি সহায়তা। গার্সিয়ার ছন্দ ও গোল করার ক্ষমতা বলছে, ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডন বুটের লড়াইয়ে এই মুহূর্তে বাকিদের চেয়ে তিনিই এগিয়ে। এমনকি আরেকটি গোল করে গোল্ডেন বুট এককভাবে নিজের করে নিতে পারেন গার্সিয়া। কারণ, অন্য যে তিন ফুটবলার তাঁর মতো ৪ গোল করে করেছেন, তাঁদের দল এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement