বানারহাট: ফুটপাথে একাধারে লাইন ধরা দোকান। সামনে পলিথিন বিছানো। উপরে প্লাস্টিক দিয়ে ছাউনি করা। হকারদের গ্রাসে পথচলতি মানুষের হাঁটাচলা করাই দায় ৷ তবে উদাসীন প্রশাসন”এই ছবি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি বাজারের শিমুলঝরা এলাকায়। সেখানে সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কেউ ফুটপাথের ওপরেই তৈরি করেছেন দোকান, আবার কেউ দোকানের জিনিসপত্র ফুটপাথে সাজিয়ে ব্যবসা করে যাচ্ছেন। শুধু যে এখানেই শেষ তা নয় ৷ মূল রাস্তায়। হকারদের দাপটে পথ চলতি মানুষকে ফুটপাথ ছেড়ে যেতে হচ্ছে মূল রাস্তা দিয়ে। আর তার মধ্যে চলছে যাত্রী বোঝাই মেজিক, ট্যাক্সি, লরি। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে মানুষজনকে। প্রতিদিন মানুষজন সমস্যার মুখে পড়লেও ব্লক প্রশাসন থেকে স্থানীয় প্রশাসন। চোখ বন্ধ করে রয়েছে সকলেই। রাজ্যজুড়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান শুরু হলেও বানারহাট ব্লকের দুরামারি শিমুল ঝরা এলাকাতে।প্রশাসন কেন চুপ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ঘটনার কথা স্বীকার করে নিচ্ছেন খুদ প্রধান। শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়ের। তাঁর কথায়, “বেশ কয়েকবছর থেকে হকাররা নিয়ম মানছেন না। ফুটপাথ সবটা দখল করে ফেলেছে। মানুষজনকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। আমি হকার তুলে দেওয়ার পক্ষে নয়। তাঁরা ব্যবসা করুক কিন্তু হকার আইন মেনে চলুক।তিনি আরও বলেন, দুরামারি নতুন বাজার বা দুরামারি পুরনো বাজার হকারদের স্থায়ী স্টল করা হয়েছে৷ সেভাবেই ওখানে করা হোক ৷ এমন ব্যবস্থা করলে হকাররাও করে খেতে পারেন, আবার পথ চলতি মানুষের যাতায়াতে কোনও অসুবিধা হবে না।