হাতির তাণ্ডবে নষ্ট জমির ফসল, বানারহাটে উদ্বেগে অসহায় চাষিরা

IMG-20250705-WA0096

বানারহাট: হাতির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন বানারহাট ব্লকের” মরার ঘাট রেঞ্জের অন্তর্গত চানাটিপার কৃষকরা। প্রতিনিয়ত খাবারের সন্ধানে সন্ধ্যা ঘনিয়ে আসার পর দল বেঁধে চলে আসতেছে বনের বন্যপ্রাণী গজরাজ জঙ্গলের ধারে। আর পরবর্তীতে এই গভীর রাত হলেই নানাই নদী পেরিয়ে চলে আসতেছে কৃষি জমিতে। কৃষি জমিতে তান্ডবের পাশাপাশি হাতির পা য়ে নষ্ট হচ্ছে বীঘের পর বিঘে সদ্য লাগানো ফসলি জমির বিচ তোলা। আর এতেই ক্ষতির মুখে পড়ছেন জঙ্গল লাগুয়ার চানাটিপা এলাকার কৃষকরা।এই অবস্থায় হাতি লোকালয়ে ডুবে পড়ার খবর কৃষকদের কানে পৌঁছালেই তারা সকলে মিলে চিৎকার চেঁচামেচি করলেও। হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। গত এক মাস ধরেই বন্য হাতি খাবারের সন্ধানে প্রতিদিন লোকালয়ে হানা দিচ্ছে। আর তাতেই নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে কৃষি ফসলি জমিসহ একাধিক সুপারি বাগান।কৃষকদের অভিযোগ” প্রতিদিন রাত হলেই যেন গভীর জঙ্গল থেকে লোকালয় খাবারের সন্ধানে চলে আসতেছে হাতি। আর এই বিষয়ে একাধিকবার বনদপ্তর এর আধিকারিকদের ফোন করলেও বনদপ্তরের আধিকারিক ঘটনাস্থলে আসে না তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চিৎকার চেঁচামেচি করে হাতিকে জঙ্গলমুখী করাচ্ছেন কি সবরা। তার পাশাপাশি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া ফসলি জমির ন্যায্য মূল্যের দামের জন্য বনদপ্তর এর কাছে লিখিত অভিযোগ করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। আর তাই বিপাকে পড়ছেন জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement