ফ্যাসফ্যাসে গরম শিলিগুড়িতে বিক্রি বেড়েছে ডাব এবং তালের

girl thirsty from heat of the summer sun.children girl feels so thirsty because of hot weather

শিলিগুড়ি: চূড়ান্ত গরমে নাজেহাল শিলিগুড়ির মানুষ। গত দুই তিন দিন ধরে তাপমাত্রা প্রায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রিতে চলে গেছে শিলিগুড়িতে। গরমে বাইরে মানুষ প্রায় বের হচ্ছেন না বললেই চলে। গরমে বাইরের জিনিস খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন সাধারণ মানুষ। বিক্রি বেড়েছে ডাব এবং তালের। প্রচন্ড গরমে বাইরে কেউ বের হতে সাহস করছেন না। কোন কাজ না থাকলে বাইরে হচ্ছেন না কেউ। প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা শিলিগুড়িতে দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে। গরমে নাজেহাল মানুষ গাছের নিচে আশ্রয় খুঁজছেন। এত গরমে অসুখ বেড়েছে শিলিগুড়িতে। ডাক্তার এবং হাসপাতালে লম্বা লাইন দেখা যাচ্ছে শহর শিলিগুড়িতে। রাতের বেলা গরম পর্যন্ত, মানুষ না পেরে রাত্রিবেলা বাইরে ঘোরাঘুরি করছেন। এত গরমের কারণে বন্ধ হয়ে গেছে মার্কেটের কেনাবেচা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরো কয়েকদিন গরম থাকবে। দার্জিলিং এর পাশে শহর শিলিগুড়ি। শহর শিলিগুড়িতে এই ধরনের গরম আশা করেন না কেউ। তবে আবহাওয়ার পরিবর্তনে বদলে গেছে সবকিছু।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement