শিলিগুড়ি: চুরি এবং চুরি, কিছুতেই পিছু ছাড়ছে না। এবার শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে চুরি হয়ে গেল, একটি সোনার দোকানে। সবচাইতে অবাক করার মতো ঘটনা, চুরি হলো টিনের চাতাল ভেঙে। ভিতরে ঢুকে চোর নিয়ে গেল মূল্যবান অলংকার। একের পর এক চুড়ি বাড়ায় আতঙ্ক এবং ক্ষুধ্য এলাকার মানুষ। গত এক মাসে শহর শিলিগুড়িতে চুরি বেড়েছে রেকর্ড সংখ্যক। বহিরাগতদের অধিক্য বেড়েছে শিলিগুড়িতে, অনেকেই জানিয়েছেন বেশিরভাগ চুড়ি এবং যাকাতের ক্ষেত্রে বহিরাগত রাই লিপ্ত। চোরদের ধরা যাচ্ছে না, এমন অভিযোগও আছে সাধারণ মানুষের মনে। টিনের চাতাল ভেঙে এবার চুরি হয়ে গেল। সোনার দোকানের মালিক বেশ ক্ষোভের সাথে জানালেন শিলিগুড়িতে এত বহিরাগত সংখ্যা বেড়ে গেছে যে অপরাধের সংখ্যাও গুনতে হচ্ছে। এইসব চুরি এবং ডাকাতের ক্ষেত্রে বেশিরভাগ এই বহিরাগতদের হাত। তা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে সেভাবে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দিনে একটা করে চুড়ি বা দেখাতে হচ্ছে, শুধু জিনিসপত্র নিয়ে গিয়েই থেমে থাকছে না চোরেরা, মারধরও করা হচ্ছে বাড়ির লোকেদের। এভাবে কতদিন চলতে থাকবে? ক্ষোভের সাথে জানালেন ওই দোকান মালিক।