বিরাটী: উল্টো রথের প্রাক্কালে শক্তির দেবী কালির আরাধনায় ব্রতী হল নিমতা জোনাকি। শুক্রবার সকালে মাঝেরহাটি যুব সংঘের খেলার মাঠে মহা যজ্ঞের মধ্যে দিয়ে শক্তির দেবীর আরাধনায় উপলক্ষে খুঁটি পুজো সম্পন্ন করা হল এদিন নিমতা জোনাকির তরফে। এবছরে তাদের পুজো ১৩ তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের থিম অশ্বমেধের ঘোড়া। এদিন এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পুর পারিষদ সদস্য থেকে জনপ্রতিনিধি রা সংঘ সভাপতি বিপ্লব কর বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন মহা যজ্ঞের মধ্যে দিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা করা হয়। পাশাপাশি এবছরের মণ্ডপ কেমন হবে তার একটি মডেল প্রকাশ্যে আনা হয় মন্ত্রীর হাত ধরে। মন্ত্রী জানান, অশ্বমেধ ঘোড়া তীব্র গতিতে ছোটে।নিমতা জোনাকি অশ্বমেধের মত ছুটে চলেছে। একদিকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ অন্যদিকে দেবীর আরাধনা নিয়ে তীব্র গতিতে ছুটছে। এটাই চাই আমরা। নিমতা জোনাকি আগামী দিনে আরও ভালো কাজ করুক। ভালো থাকুক এলাকার মানুষ। পুজোর প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস জানান, ১৩ তম বর্ষে তাদের নিবেদন অশ্বমেধের ঘোড়া। যেখানে এখন দীর্ঘ উৎসবের খুঁটি পূজা হচ্ছে সেখানে আমরা কালীপুজোর প্রথম খুঁটি পুজো সম্পন্ন করলাম। জেলার দৃষ্টি আকর্ষণ করেছে নিমতা জোনাকি। এছাড়াও বিশ্ব শান্তির জন্য মহা যজ্ঞ করা হয়েছে এদিন।