বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। বচ্চনরা অবশ্য পারিবারিক বিষয় নিয়ে কখনও কোনও মন্তব্য করতে চাননি। বছর দুয়েক ধরে চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিবাহবিচ্ছেদের জল্পনা। এমনকি সহ-অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিনেতার পরকীয়ার খবরও কটে। ২০২৩ সালে শোনা যায়, বচ্চনবাড়ি ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্যা। তার পর থেকে শুরু হয় বিবাহবিচ্ছেদের রটনা। সেই জল্পনায় জল ঢেলেছেন অভিষেক। যদিও কানাঘুষোয় শোনা যায় শাশুড়ি-ননদের সঙ্গে নাকি আদায়-কাঁচকলা সম্পর্ক ঐশ্বর্যার। সেই কারণে ঘর ছেড়েছেন তিনি। এবার অভিষেক জানিয়ে দিলেন, এই তথ্য একেবারেই অসত্য।