মন ভাল নেই অভিনেত্রী মন্দাকিনীর। ২ জুলাই নিজের প্রিয়মানুষকে হারিয়ে ফেললেন তিনি। অভিনেত্রী জানান, এই ঘটনার পর তাঁর হৃদয় যেন স্তব্ধ হয়ে রয়েছে। পিতৃবিয়োগ হয়েছে মন্দাকিনীর। তাঁর বাবা জোসেফ ছিলেন ব্রিটিশ নাগরিক। মা ছিলেন হিমাচল প্রদেশের মেয়ে। বাবার প্রয়াণে আবেগতাড়িতে হয়ে নিজের মনের কষ্ট উজাড় করে দিলেন অভিনেত্রী। বাবার প্রয়াণে শোক প্রকাশ করে মন্দাকিনী সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমার হৃদয় স্তব্ধ হয়ে গিয়েছে। আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে না। যে ভালবাসা, যে শিক্ষা ও জ্ঞান আমাকে দিয়েছ তার জন্য ধন্যবাদ তোমাকে বাবা। আমার হৃদয়ে আজীবন তুমি থেকে যাবে।’’