বঙ্গ বিজেপিতে সুকান্তর আসনে পাল্লা ভারী শমীকের

IMG-20250702-WA0121

সপ্তর্ষি সিংহ

বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি চালু হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী পদে থাকা সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির আসনে কে বসবে সেই নিয়ে দোলাচল শুরু হয়েছিল। ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপি সভাপতি পদে সুকান্ত মজুমদারকে পুনরায় বহাল রাখা হবে নাকি সেই পদে অন্য কেউ বসবেন তা নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলছিল। এই পরিস্থিতিতে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে মনোনীত করা হতে পারে বলে সূত্রের খবর। দলীয় সূত্রে খবর, সুকান্তের পরে শমীকই হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। অপেক্ষা শুধু সময়ের আনুষ্ঠানিক ঘোষণার। বঙ্গ বিজেপির অন্দরে সাজ সাজ রব। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সভাপতি বরণ করার জন্য। ব্যানার, গেট, মালা—সব অর্ডার হয়ে গিয়েছে। দিল্লির ঘোষণা আসা মাত্রই শুরু হবে রাজ্যজুড়ে নতুন সভাপতির ‘উপস্থিতি’ উপলক্ষ্যে দলীয় শোডাউন। দিল্লির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। স্ক্রুটিনি হবে বিকেলেই। সেই অনুযায়ী বুধবার রিটার্নিং অফিসার বিজেপি বিধায়ক দীপক বর্মনের কাছে রাজ্য সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শমীক ভট্টাচার্য। চমক আনতে মঙ্গলবার এক ঝটকায় আটটি রাজ্যে দলের নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।
বিজেপি সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় জেপি নড্ডা নিজের বাসভবনের এক কর্মসূচিতে শমীককে আসন্ন দায়িত্বের আভাস দেন। এর পরে বুধবার বেলা সাড়ে ১২টার কিছু পরে দিল্লি থেকে শমীকের কাছে আনুষ্ঠানিক ভাবে ফোনও আসে। ওই ফোনেই তাঁকে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয় বলা হয়।
বৃহস্পতিবার রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার কথা। তবে দ্বিতীয় কোনও মনোনয়ন জমা না পড়লে আজই চূড়ান্ত হয়ে যেতে পারে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম।
রাজ্য সভাপতি বাছাইয়ে বঙ্গ বিজেপির নয়া ক্যাপ্টেন হিসাবে শমীক ভট্টাচার্য কিছুটা এগিয়ে আছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাঁর দিকে ঝুঁকে রয়েছে। তবে অনেকের মতে সুকান্ত মজুমদারকে পুনরায় সভাপতি রেখে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কেউ কেউ। তাঁদের মতে, ভোটের আর বেশিদিন বাকি নেই। ফলে এই সময় নতুন কেউ সভাপতি হলে তাঁর ঘর গোছাতে সময় লাগবে। সে কারণে সুকান্তেই আস্থা রাখা উচিত বলে মত একাংশের।
বিজেপি শিবিরের একাংশ বলছে,, মন্ত্রিত্ব সামলে পুরোপুরি সময় দিতে পারছেন না সুকান্ত। তাই পূর্ণ সময়ের সভাপতি প্রয়োজন। আর সেক্ষেত্রে শমীককেই বাছতে চান একটি অংশ। বৃস্পতিবার দুপুরে সায়েন্স সিটিতে সভাপতি বরণ বা অভিনন্দনের অনুষ্ঠান হবে। হ্যাঙ্গার তৈরির কাজ শেষ পর্যায়ে। দলীয় নেতৃত্ব দফায় দফায় তা পর্যবেক্ষণ করছেন। এখন দেখার বঙ্গ বিজেপি কার কাঁধে ভর দিয়ে ছাব্বিশের ভোট বৈতরণী পার করে?

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement