দক্ষিণ ২৪ পরগনা: এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকায় বাঘের আতঙ্ক, ধরা পরল ফিসক্যাট বা বাঘরোল। আতঙ্ক কাটলো এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় উত্তর গোপালনগর এলাকায় রাস্তার ধারে বন্যজন্তু কে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে পথচারীরা।খবর জানাজানি হতেই এলাকার মানুষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেয়া হয় রামগঙ্গার বনদপ্তরকে, রেঞ্জার সাহেবের নেতৃত্বে বনদপ্তরে কর্মীরা ঘটনাস্থলে যায় দেখেই তারা মানুষকে জানিয়ে দেন এ কোন চিতা বাঘ নয় আতঙ্কিত হবার কোন কারণ নেই। শেষ পর্যন্ত ফিস কাট বা বাঘরোলটিকে উদ্ধার করে বনদপ্তর, উদ্ধার করার সময় বুঝতে পারে এই জন্তুটি আহত, সম্ভবত কোন যানবাহনের ধাক্কায় আহত হয়েছে।তড়িঘড়ি করে পাথরপ্রতিমা পশু চিকিৎসালয়ে চিকিৎসা করার পর বনদপ্তরের অফিসে এনে সেবা-শুশ্রুষা চালাচ্ছেন বনকর্মীরা। সুস্থ হলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বনদপ্তর সূত্রে এমনি জানা গেছে।